পরিচিতিঃ ৯ নং সাতোর ইউনিয়ন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজলার ১১টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদ টি জেলা শহর থেকে প্রায় ৪৩ কিঃ মিঃ উত্তরে দিনাজপুর ঠাকুরগাও মাহাসড়কের পূর্ব পার্শ্বে সাতোর গ্রামে অবস্থিত এবং উপজলা শহর থেকে প্রায় ১৫ কিঃ মিঃ উত্তর পশ্চিম কোনে আবস্থিত।
গ্রামঃ এই ইউনিয়নে মোট ২০ টি গ্রাম আছে ।
লোকসংখ্যাঃ লোকসংখ্যা প্রায় ২৭২৯৪ জন (২০০১সালের হিসাব অনুযায়ী)।
শিক্ষাপ্রতিষ্ঠানঃ এই ইউনিয়নে মোট ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তার মধ্যে হাইস্কুল ৩ টি, দাখিল মাদ্রাসা ২ টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩টি এবং প্রাইমারীস্কুল ২২টি।
সরকারী প্রতিষ্ঠানঃ ডাকঘর, হাসপাতাল, ভূমি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
নদীঃ
দর্শনীয় স্থানঃ জিন্দাপীর মাজার
হাট-বাজারঃ ৭টি ।
বে-সরকারী অফিসঃ আশা, ব্র্যাক, কারিতাস, একতা সংস্থা, সি .ডি. এ.
বেইস মিতালীর মত আরো বেশ কয়েকটি বে-সরকারী অফিস রয়েছে।
শিল্পকারখানাঃ শিল্পকারখানা বলতে তেমন কোন ভারী শিল্পকারখানা এখানে নেই। তবে ১৭টির মত মিল চাটাল রয়েছ। এই মিল চাটাল গুলোতে প্রায় ১০০০ লোকের কর্ম সংস্থানের সুযোগ রয়েছে।
মন্তব্যঃ ইউনিয়ন টি খুবই সুন্দর।
সাধারণ তথ্যাবলী |
||||
জেলা |
দিনাজপুর |
দিনাজপুর |
||
উপজেলা |
বীরগঞ্জ |
বীরগঞ্জ |
||
সীমানা |
||||
জেলা সদর হতে দূরত্ব |
৪০ কিঃমিঃ |
|||
আয়তন |
বর্গ কিঃমিঃ |
|||
জনসংখ্যা |
২৭৯৬৪ জন |
|||
পুরম্নষ |
১৬,৭৪০ জন |
|||
মহিলা |
১৬৩৭৫ জন |
|||
লোক সংখ্যার ঘনত্ব (প্রতি বঃকিঃ) |
৭১১জন |
|||
মোট ভোটার সংখ্যা |
১৬,৩৬৫ জন |
|||
পুরম্নষ ভোটার সংখ্যা |
৮,৩৭০ জন |
|||
মহিলা ভোটার সংখ্যা |
৭,৯৯৫ জন |
|||
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার |
১.৬ |
|||
মোট পরিবার (খানা) |
৭৩৫৫ টি |
|||
নির্বাচনী এলাকা |
৬দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) |
|||
গ্রাম |
২০ টি |
|||
মৌজা |
২০ টি |
|||
দর্শনিয় স্থান: |
জিন্দাপীর মাজার |
|||
মাজার |
১ |
|||
এতিমখানা সরকারি |
-- |
|||
এতিমখানা বে-সরকারী |
১ টি |
|||
হাট-বাজার |
৬ টি |
|||
ব্যাংক শাখা |
..টি |
|||
পোস্ট অফিস/সাব-পোস্ট অফিস |
২টি |
|||
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS