বাড়ির পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, সেবা নিতে করবেন না অবহেলা।
ইউনিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
সাতোর, বীরগঞ্জ, দিনাজপুর।
সময়ঃ সকাল ৮.০০-বিকাল২.৩০ ঘটিকা পর্যন্ত।
বিনা মূল্যে প্রদেয় সেবা সমূহ।
অস্থায়ী পদ্বতিঃ
০১।খাবার বড়ি।
০২।ইনজেকশন।
০৩।আই,ইউ,ডি (কপারটি)।
০৪।কনডম প্রতি ডজন ১.২০ (প্রতি ডজন এক টাকা বিশ পয়শা)।
স্থায়ী পদ্ধতিঃ
০১।টিউবেকটমি।
০২।ভ্যাসেকটমি ছুরি বিহীন অপারেশন (N.S.V) ।
০৩।নরলষ্টি প্রয়োগ।
জন্ম নিয়ন্ত্রণ পদ্বতি গ্রহিতার পার্শ্বপ্রতিক্রিয়ার চিকিৎসা ও পরামর্শ মা ও শিশু স্বাস্থ্য সেবা।
সেবা সমূহঃ
০১। গর্ভকালীন, প্রসবকালীন (ডেলিভঅরী) ও প্রসবোত্তর সেবা।
০২।মাসিক নিয়মিত করণ (এম.আর) সেবা।
০৩।নবজাতক ও ৫ বৎসর বয়স পর্যন্ত শিশুদের সেবা।
০৪।শিশুদের বি.সি.জি, ডি.পি.টি, পোলিও ও হামের টিকা।
০৫।মহীলাদের ধনুষ্টংকারের টিকা।
০৬।কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ।
০৭।শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ।
০৮।মা ও শিশুদের পুষ্টি সর্ম্পকে পরামর্শ।
০৯।প্রথমিক স্বাস্থ্য শিক্ষা প্রদান।
অন্যান্য সেবাঃ
০১।প্রাথমিক স্বাস্থ্য সেবা।
০২।জুরুরি রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস